ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়। আর এই ম্যাচে দারুণ জয় তুলে নেয় ভারত।
ত্রিনিদাদে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১১৯ রানে জিতেছে ভারত। তাই ৩-০তে সিরিজ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ধাওয়ানরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২২৫ রান করে ৩৬ ওভারে। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য পায় ৩৫ ওভারে ২৫৭ রান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে যায়। নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিং দুজনে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত পারেননি। পুরান ৩২ বলে ৪২ রান এবং কিং ৩৭ বলে ৪২ করে সাজঘরে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের সেই আশা শেষ হয়ে যায়।
চাহাল ১৭ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কোমরটা ভেঙে দেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।
এর আগে ধাওয়ান ৭৪ বলে ৫৮ রান এবং গিল অপারাজিত ৯৮ বলে ৯৮ রান করে দলকে ভালো সংগ্রহ এনে দেন। আর ৩৪ বলে ৪৪ রান করেন শ্রেয়াস আইয়ার।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩৬ ওভারে ২২৫/৩ (ধাওয়ান ৫৮, গিল ৯৮*, শ্রেয়াস ৪৪, স্যামসন ৬*; আকিল ৮-০-৪৩-১, ওয়ালশ জুনিয়র ৮-০-৫৭-২, মেয়ার্স ১-০-৮-০)।
ওয়েস্ট ইন্ডিজ : (৩৫ ওভারে লক্ষ্য ২৫৭) ২৬ ওভারে ১৩৭ (হোপ ২২, কিং ৪২, পুরান ৪২, কার্টি ৫, হোল্ডার ৯*; সিরাজ ৩-০-১৪-২, আকসার ৬-০-৩৮-১, কৃষ্ণা ৪-০-৩০-১, চাহাল ৪-০-১৭-৪, শার্দুল ৫-০-১৭-২)।
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারত ১১৯ রানে জয়ী।