ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির সামনে ১০ রেকর্ডের হাতছানি
দক্ষিণ আফ্রিকা সফরে খুব কঠিন সময় পার করেছে ভারত। স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছেন রাহুল-কোহলিরা। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে ফেরার মিশনে নামবে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে লড়াই শুরু হবে আজ। এই সিরিজেই ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সামনে ১০ রেকর্ডের হাতছানি।
আহমেদাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। মূল লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক সম্ভাব্য কোন কোন রেকর্ড ডাকছে কোহলিকে।
১. তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে আর ২টি সেঞ্চুরি করলেই ঘরের মাঠে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়বেন কোহলি।
২. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করলেই এক দেশের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়বেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে তাঁর ওয়ানডে সেঞ্চুরি ৯টি। সমান ৯টি করেছেন শচীন টেন্ডুলকারও। শচীন ৯টি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
৩. এই সিরিজে মাত্র ছয়রান করলেই দ্রুততম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড গড়বেন কোহলি।
৪. প্রতিপক্ষের লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচে সবচেয়ে বেশি বর্তমানে রান শচীনের। এবার সেটি ভাঙার অপেক্ষায় কোহলি।
৫. টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডও ডাকছে কোহলিকে। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৭৩ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়বেন কোহলি।
৬. দুটো সিরিজের একটিতে সিরিজসেরা হলেই শচীনের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। বর্তমানে সবচেয়ে বেশি ২০টি ম্যান অব দ্য সিরিজের পুরস্কার আছে শচীনের দখলে।
৭. এ ছাড়া কোহলি টি-টোয়েন্টিতে সিরিজসেরা হলে আরেকটি রেকর্ড গড়বেন। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩টি ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নিয়ে এই তালিকার শীর্ষে আছেন নবী। এই সিরিজে আফগান তারকাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় কোহলি।
৮. টি-টোয়েন্টি সিরিজে ৪০ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হবেন কোহলি।
৯. ওয়ানডে সিরিজে ১৩৭ রান করলেই দ্রুততম ব্যাটার হিসেবে এশিয়ার মাটিতে ৭ হাজার রান করার রেকর্ড গড়বেন কোহলি।
১০. আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ১৪৩ রান করলে প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি দেশের বিরুদ্ধে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ২০০০ রান করার রেকর্ড গড়বেন কোহলি।