ওয়েস্ট ইন্ডিজে চার দিনের ম্যাচ ড্র করল বাংলাদেশ ‘এ’ দল
সাম্প্রতিক সময়ে খুব একটা সাফল্য পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে ব্যর্থ হয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে চারদিনের দ্বিতীয় ম্যাচে জিততে না পারলেও ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল।
এই ম্যাচে সেঞ্চুরি করেন বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান। বৃষ্টির কারণে চারদিনে ২৪১.৫ বল খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়েছিল।
সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। অনেকটা একাই লড়েন করেন সাইফ। তিনি ৩৪৮ বল খেলে ১৪৬ রানের ইনিংস খেলেন, যাতে ১৩টি চার ও চারটি ছক্কার মার ছিল। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন উইকেটরক্ষক জাকের আলী। এছাড়া সাদমান ইসলাম ২৫ ও মাহমুদুল হাসান জয় ১৭ রান করেন। সাইফের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ ‘এ’ দল।
চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার তেজনারায়ন চন্দরপল ১০৯ রান করেন। বল হাতে নাঈম হাসান তিনটি ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি উইকেট নেন।
আগামী ১৬ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।