ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ
এই জুলাইতে সাদা বলের সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকবাজের খবরে জানা গেছে, সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বিসিবির খসড়া সূচী অনুযায়ী বাংলাদেশ দলের ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
ওডিআই সিরিজ শুরুর আগে ২৫ জুলাই অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৮ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৩০ জুলাই এবং ১ আগস্ট।
তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬ এবং ৮ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো।
বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে লাল-সবুজের দল। আজ শেষ টি-টোয়েন্টি হবে। এর আগে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল।
সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। এর পরই দেশের উদ্দেশে রওনা হবে তারা। দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়েই আবার জিম্বাবুয়ে সফরে যাবেন তামিম-মাহমুদউল্লাহরা।