ওয়েস্ট ইন্ডিজ সফরে সুবিধা করতে পারছে না বাংলাদেশ ‘এ’ দল
জাতীয় দল জিম্বাবুয়ে সফরে নাকাল। বাংলাদেশ ‘এ’ দলও ওয়েস্ট ইন্ডিজে খুব একটা সাফল্য পাচ্ছ না। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার দিনের ম্যাচে ৬০.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ দল।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল প্রথম ইনিংসে জবাবটা ভালোই দিয়েছে। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৬৫ রান করে। ক্যারিবীয় দলটি ২ রানে পিছিয়ে আছে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। তিনি ৮৫ বলে ৫০ রান করেন। নাঈম হাসান ৬০ বলে ২৭ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল ১২০ বলে ৪৮ রান করেন। ৯৮ বলে ৩২ রান করেন আরেক ওপেনার জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। রেজাউর ও নাঈম ১টি করে উইকেট নেন।