ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন মুমিনুল
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে গিয়ে গত ২৮ নভেম্বর চোটে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তাই সেই আসরে শুধু ছিটকেই পড়েননি, আঙুলে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁর।
গত ৯ ডিসেম্বর অস্ত্রোপচার করানো হয়েছিল মুমিনুলের। পরে ১৩ ডিসম্বের দেশে ফেরেন তিনি।
বিসিবি চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ম্যাচের আগেই মুমিনুল পুরোপুরি ফিট হয়ে উঠবেন। এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে যেন ফিট হয়ে ওঠেন মুমিনুল ও নাঈম সে উদ্দেশ্যে কাজ করছে বিসিবির মেডিক্যাল টিম।’
গত ৮ ডিসেম্বর সস্ত্রীক দুবাই গিয়েছিলেন মুমিনুল। সেখানকার বুরজিল হাসপাতালে মুমিনুলের ডান হাতের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছিল। পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে তাঁর।
গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুমিনুল। ব্যথা পাওয়ার পরও ব্যাট করেছেন তিনি। এরপর ব্যথা আরো বেড়ে গিয়েছিল। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়েন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলেছিলেন মুমিনুল। আসরের প্রথম ম্যাচে আট ও দ্বিতীয় ম্যাচে পাঁচ রান করেছিলেন তিনি।