করোনার কারণে স্থগিত ম্যানসিটি-এভারটনের ম্যাচ
তারকা স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার কাইল ওয়াকারের পর ম্যানচেস্টার সিটির আরো কয়েক জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার কারণে এভারটনের বিপক্ষে ম্যানসিটির ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এভারটনের ঘরের মাঠে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ম্যাচের চার ঘণ্টা আগে স্থগিতের ঘোষণা আসে।
এক বিবৃতিতে এভারটন ও ম্যানসিটিও খবরটি নিশ্চিত করেছে। ম্যানসিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় ক্লাবের আলোচনার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিয়ে ম্যাচটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া আগামী কয়েকদিন অনুশীলনের মাঠটিও বন্ধ থাকবে।
এর আগে গত রোববার ব্রাজিলের তারকা স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার কাইল ওয়াকার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় ম্যানসিটি।
কোভিড-১৯ শনাক্তের পর থেকে আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন ম্যানচেস্টার সিটির দুই তারকা। জেসুস ও ওয়কার ছাড়াও আরো দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বোর্ডের ওই দুজনের নাম প্রকাশ করেনি ম্যানসিটি। তবে চারজনকেই সেলফ-আইসোলেশনে রাখা হয়েছে।
বড়দিনের ছুটিতে আক্রান্তদের সুস্থতা কামনা করেছেন ক্লাবের অন্যান্য সদস্যরা। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো যাচ্ছে না ম্যানসিটির সময়। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে আছে পেপ গার্দিওলার দল।