করোনার ভ্যাকসিন নিয়েছেন কিংবদন্তি পেলে
নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ভ্যাকসিন নেওয়ার মুহূর্তটিকে তিনি স্মরণীয় বলে উল্লেখ করেছেন।
পেলে গতকাল মঙ্গলবার করোনার টিকা নিয়েছেন। টিকা গ্রহণের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাবেক এই কিংবদন্তি।
পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আজকের দিনটি স্মরণীয়। আমি টিকা নিয়েছি। এখনও মহামারি চলে যায়নি। বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সুশৃঙ্খলভাবে চলতে হবে।’
এ ছাড়া নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন এই ব্রাজিলীয় মহাতারকা। তিনি লিখেছেন, ‘দয়া করে হাত ধোয়ার ব্যাপারটি চালিয়ে যান। সম্ভব হলে বাসায় থাকুন। আপনি বাইরে গেলে মাস্ক নিতে ভুলবেন না এবং সামাজিক দূরত্ব মানার কথা মনে রাখবেন।’