করোনায় বাবাকে হারালেন মুস্তাফিজের সতীর্থ সাকারিয়া
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বড় কঠিন সময় পার করছে ভারত। প্রতিদিনই খারাপ সংবাদ আসছে দেশটি থেকে। একের পর এক দুঃসংবাদ আসছে ভারতীয় ক্রিকেট অঙ্গন থেকেও। এবার যেমনটা দিলেন— মুস্তাফিজুর রহমানের আইপিএল দলের সতীর্থ চেতন সাকারিয়া। করোনায় আক্রান্ত হয়ে রজস্থান রয়্যালসের এই তরুণ বোলারের বাবা মারা গেছেন।
আইপিএলে এবারের আসরেই অভিষেক হয়েছে সাকারিয়ার। অল্পদিনেই মুস্তাফিজ-ক্রিস মরিসদের সঙ্গে রাজস্থানের গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছেন তিনি। বাঁহাতি পেসার হওয়ায় মুস্তাফিজের সঙ্গে বেশ জমেছে সাকারিয়ার জুটি। আইপিএল বন্ধ হতেই বাবাকে হারালেন এই তরুণ বোলার।
আজ রোববার গুজরাটের ভাবনগরের একটি হাসপাতালে মারা গেছেন সাকারিয়ার বাবা কানজিভাই। খবরটি নিশ্চিত করেছে সাকারিয়ার দল রাজস্থান রয়্যালস। সতীর্থের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানও।
এক স্ট্যাটাসে রাজস্থান লিখেছে, ‘মিস্টার কানজিভাই সাকারিয়ার মৃত্যুর খবর জানানো আমাদের জন্য কষ্টের। তিনি আজ (রোববার) করোনার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন। আমরা চেতন সাকারিয়ার পাশেই আছি। তার পরিবারের এই কঠিন সময়ে সবধরনের সমর্থন দিচ্ছি।’