করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ!
করোনাভাইরাসের বিস্তার রোধে ইতালির প্রধানমন্ত্রী জুইসেপ্পে কন্তে দেশের সব ক্রীড়া ইভেন্ট বন্ধের নির্দেশ দিয়েছেন। চীনের পর ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে মৃতের সংখ্যা ৪৬৩ তে দাঁড়িয়েছে। আর আক্রান্ত মানুষের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে এবার তাই ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির ছয় কোটি মানুষকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। জারি হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। পুরোপুরি এড়িয়ে চলতে হবে গণজমায়েত। থাকবে না কোনো খেলাধুলা বা বিনোদনের অনুষ্ঠান। স্কুল, কলেজও বন্ধ।
গতকাল একদিনেই এই ভাইরাসে দেশটিতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। গত রোববার যেখানে মৃতের সংখ্যা ছিল ৩৬৬ জন, সোমবার তা বেড়ে ৪৬৩ জন হয়।
এই ভাইরাসের বিস্তার রোধে ইতালির অলিম্পিক কমিটির নিয়ন্ত্রণাধীন সব ফেডারেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ক্রীড়া ইভেন্ট।
এদিকে করোনাভাইরাস আতঙ্কে আগামী ২৬ মার্চ অনুষ্ঠেয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ীই ম্যাচটি স্থগিত করা হয়।
আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। প্রথম দেখায় আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। গত রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ ঘোষণা দেন।
এ ব্যাপারে সেব্রিনা বলেন, ‘এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের থেকে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন।’
গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবাই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনাভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।