করোনা আতঙ্ক : কোহলিদের সঙ্গে হাত মেলাবেন না প্রোটিয়া খেলোয়াড়রা!
বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের কারণে শ্রীলঙ্কা সফরে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। একই পথে হাঁটছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। ওয়ানডে সিরিজ খেলতে ভারতে গেছে প্রোটিয়া ক্রিকেট দল। এই সিরিজ সফরকারী দলটির খেলোয়াড়রা নাকি কোহলিদের সঙ্গে হাত মেলাবেন না। দলটির কোচ মার্ক বাউচার তা জানিয়েছেন।
বিশ্ব ক্রীড়াঙ্গনে থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রশ্নের মুখে অলিম্পিকসহ অনেক টুর্নামেন্ট। বিভিন্ন টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে, না হয় বাতিল হচ্ছে। এরই মধ্যে এশিয়া অঞ্চলের বিশ্বকাপে ফুটবলের বাছাইপর্বের ম্যাচ স্থগিত করা হয়েছে। এমন সময়ে ভারত সফরে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিসিসিআই ও ভারতে নিজেদের দূতাবাসের সঙ্গে কথা বলেই ভারত সফরে যায় দক্ষিণ আফ্রিকা দল। এরই মধ্যে তারা ভারতে পৌঁছেছে।
ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখার জন্য দলের সঙ্গে সারাক্ষণ থাকছে একটি চিকিৎসক দল। ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান মেডিক্যাল অফিসার ডা. সুহেব মঞ্জরা দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ভারত সফরে গেছেন। এরই মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ মার্ক বাউচার এ ব্যাপারে বলেন, ‘ ক্রিকেটারদের মধ্যে একটা আতঙ্ক তো কাজ করছেই। তাই ভারত সফরে আমরা হ্যান্ডশেক না করার চেষ্টা করব। বিষয়টা যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত এর সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। আমাদের সঙ্গে নিরাপত্তাকর্মীরা তো থাকছেনই। আমার মনে হয় না এতে সৌজন্যের কোনো কমতি হবে!’