করোনা আতঙ্ক : বাংলাদেশ গেমস স্থগিত
করোনাভাইরাস আতঙ্কে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঘরোয়া ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রতিযোগিতাটি।
বাংলাদেশ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ‘এরই মধ্যে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করেছে সরকার। আমাদের জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে সরে এসেছে সরকার, তাই আমরাও কিছুদিনের জন্য গেমসটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে নতুন তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন বিওএর এই কর্মকর্তা। তিনি বলেন, ‘জনসমাগম এড়িয়ে চলার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। আমাদের পরিকল্পনা ছিল বড় পরিসরে জমকালো উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা। তাই উদ্বোধন অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হবে। বাংলাদেশ গেমস স্থগিতের কারণগুলোর মধ্যে এটি একটি। দ্বিতীয়ত আমাদের অ্যাথলেটদের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে গেমসে তারা সেরাটা দিতে পারবে না।’
শেখ বশির আহমেদ আরো বলেন, ‘এ বিষয়ে নির্দেশনার জন্য গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিওএ সভাপতি ও মহাসচিব। তিনিই নির্দেশ দিয়েছেন কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য।’