করোনা মহামারিতে পেলের মহৎ উদ্যোগ
করোনার প্রকোপে বিপর্যস্ত ব্রাজিল। মহামারির শুরু থেকেই দেশটিকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আর এই কঠিন সময় মোকাবিলা করার জন্য মহৎ উদ্যোগ নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। মহামারি মোকাবিলায় বিশ্বের তারকা ক্রীড়াবিদদের স্মারকসমূহ এক করে নিলামে তোলার উদ্যোগ নিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।
স্পোর্ট স্টারের প্রতিবেদন অনুযায়ী, পেলের পরা ব্রাজিলের জার্সি, ক্রিস্টিয়ানো রোনালদোর পরা জার্সি, ডেভিড বেকহ্যামের এসি মিলানের জার্সি, কিলিয়ান এমবাপ্পের পরা জার্সিসহ মোট ২২৯ টি স্মারক নিলামে তোলা হবে। নিলাম শুরু হবে আগামী মাস থেকে।
২০১৮ সালে সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে পেলের গড়া ফাউন্ডেশনের মাধ্যমে আয়োজিত হবে এই নিলাম। এর থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে ব্রাজিলে কোভিড-১৯ মহামারির সঙ্গে লড়াই করা মানুষের দের জন্য।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নিলামে নিজের কিছু স্মারক তুলবেন পেলে। ব্রাজিলে পরা নিজের জার্সি, সান্তোস ও নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলা জার্সি এবং এই কিংবদন্তির সঙ্গে বিভিন্ন ব্রাজিল তারকাদের সই করা ছবি।
এবারের নিলামটি লন্ডনের মল গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং অনলাইনেও সুযোগ থাকবে বিড করার। এর আগে ২০১৬ সালেও নিলাম করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পেলে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ লক্ষ ৭৫ হাজার মানুষ মারা গেছে ব্রাজিলে। মৃত্যুর দিক দিয়ে ব্রাজিল থেকে শুধু এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ভারত।