কলকাতাকে উড়িয়ে দিল মুস্তাফিজের দিল্লি
লক্ষ্যটা বেশ কঠিন ছিল। জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হতো ২১৬ রান। কিন্তু এই রান তাড়ায় লক্ষ্যের কাছাকাছিও যেতে পারল না কলকাতা। ব্যাটারদের বড় পুঁজির পর বোলারদের কল্যানে কলকাতাকে ৪৪ রানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।
মুম্বাইয়ে ব্রাবোর্ন স্টেডিয়ামে আইপিএলের ১৯তম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় সংগ্রহ গড়ে দিল্লি। জবাব দিতে নেমে ১৭১ রানে থেমেছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। কুলদীপ যাদব নিয়েছেন চারটি উইকেট। খলিল আহমেদ নিযেছেন তিন উইকেট।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দিল্লি। প্রথম জুটিতেই দুই ওপেনার পৃথ্বি ও ওয়ার্নার মিলে গড়েন ৯৩ রানের জুটি। কলকাতার বোলারদের ওপর ঝড় তুলে মাত্র ২৭ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন পৃথ্বি। শেষ পর্যন্ত নবম ওভারে ভাঙে এই জুটি। ৭ চার ও ২ ছয়ের মারে ২৯ বলে ৫১ রান করে ফেরেন পৃথ্বি।
এরপর ওয়ার্নারে সঙ্গে আরেকটি জুটি উপহার দেন অধিনায়ক পন্থ। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৫৫ রানের জুটি। ২৭ রানে পন্থের বিদায়ে ভাঙে এই জুটি। ১৪ বলে দুই চার ও ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।
এর মাঝে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন ডেভিড ওয়ার্নার। ১৭তম ওভারে ভাঙে অসি তারকার প্রতিরোধ। সাজঘরে ফেরার আগে ৬ চার ও ২ ছয়ের মারে ৪৫ বলে ৬১ রান করেন ওয়ার্নার। এরপর বাকিদের ওপর ভর করে দুইশ ছাড়ানো পুঁজি পায় দিল্লি।
শেষ দিকে মূলত তাণ্ডব চালান অক্ষর ও শার্দুল। এ দুজনের অবিচ্ছিন্ন জুটিতে শেষ ২০ বলে আসে ৪৯ রান। অক্ষর ২ চার ও ১ ছয়ে ১৪ বলে ২২ এবং শার্দুল ১ চার ও ৩ ছয়ে মাত্র ১১ বলে করেন ২৯ রান। তাতে দল পায় ২১৫ রানের বিশাল সংগ্রহ।
কলকাতার বোলারদের মধ্যে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ২ উইকেট নেন সুনিল নারিন। এছাড়া উমেশ যাদব ৪ ওভারে দেন ৪৮ রান। আর প্যাট কামিন্স ৪ ওভারে দেন ৫১ রান।
জবাব দিতে নেমে নির্ধারিত নির্ধারিত ওভারে ১৭১ রানে থামল কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৩ বলে তাঁর ইনিংসে ছিল পাঁচ বাউন্ডারি দুই ছক্কা। ২০ বলে ৩০ রান করেছেন নিতেশ রানা। স্যাম বিলিংস করেছেন ৯ বলে ১৫ রান।