কলকাতার যেসব ম্যাচে থাকছেন লিটন
সব জটিলতা কাটিয়ে আইপিএলে গেছেন বাংলাদেশি তারকা লিটন দাস। একই দলে সাকিব আল হাসান খেলার কথা থাকলেও সেটা হয়নি। একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন লিটনই।
যদিও শুরুর দিকে তিন ম্যাচে লিটনকে পায়নি কলকাতা। আসরে দলটির চতুর্থ ম্যাচ থেকে বাংলাদেশি তারকাকে পাচ্ছে ওপার বাংলার দলটি। এ ছাড়া শেষ দিকেও ডানহাতি এই ব্যাটারকে পাবে না কলকাতা।
কারণ আগামী মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি হবে বিশ্বকাপের সুপার লিগের। ম্যাচগুলো হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। তাই দেশের হয়ে খেলতে মাঝপথে ফের আইপিএল ছাড়তে হবে লিটন দাসকে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ম্যাচে লিটন দাসকে পাবে কলকাতা:
১৪ এপ্রিল,রাত ৮টা : সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স।
১৬ এপ্রিল, বিকেল ৪টা: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স।
২০ এপ্রিল,রাত ৮টা : দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স।
২৩ এপ্রিল, রাত ৮টা : চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।
২৬ এপ্রিল, রাত ৮টা : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স।
২৯ এপ্রিল, বিকেল ৪টা : গুজরাট টাইটাসন্স বনাম কলকাতা নাইট রাইডার্স।
৪ মে, রাত ৮টা : সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স।