‘কলকাতার হয়ে মাঠ মাতাবেন সাকিব’
সম্প্রতি আইপিএলে একটি রেকর্ড ভাঙার ঘোষণা দেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। আসন্ন আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চান বলে জানিয়েছেন তিনি।
টেস্টে সাকিব এক ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন দুইবার। অবশ্য টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এই রেকর্ড গড়তে পারেননি।
সাকিব এই রেকর্ড গড়তে পারবে কি না, তা ভবিষ্যতই বলে দেবে। তবে সাকিবকে নিয়ে বেশ আশাবাদী ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে। তিনি মনে করেন, কলকাতার হয়ে এবারের আসরের ভালো কিছু করতে পারেন সাকিব।
ক্রিকবাজকে সাকিব সম্পর্কে ভোগলে বলেন, ‘আমি সাকিবের একজন ভক্ত, এটা অনেকেই বলে থাকেন। তবে আমার কাছে মনে হচ্ছে এবার কলকাতার হয়ে বড় সাফল্য পেতে পারেন সাকিব। দলকে সে অনেক কিছু দেবে বলে মনে হয় আমার।’
সম্প্রতি আইপিএলে রেকর্ড ভাঙতে চাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘এক ম্যাচে সেঞ্চুরি করা ও পাঁচ উইকেট নেওয়ার লক্ষ্য আমার।’
বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমাদের দলের বোলিং বিভাগ সবচেয়ে শক্তিশালী। আর ২০১৪ সালের আইপিএল ছিল আমার নিজের সেরা টুর্নামেন্ট। সেবার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করেছিলাম।’
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় দলটি। এরপর দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান তিনি। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এবার আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।