কলকাতার হয়ে সাকিবের অন্যরকম ‘হাফসেঞ্চুরি’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ একটি কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে নেমে অন্যরকম একটি হাফসেঞ্চুরি করেন এই বাংলাদেশি তারকা। দলটির হয়ে ৫০ ম্যাচ খেলে ফেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
গতকাল রাতে চেন্নাইতে সাকিবকে বিশেষ ক্যাপ তুলে দেন দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
এই ম্যাচে সাকিবের দল কলকাতা নাইটরাইডার্স ১০ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে। প্রথমে ব্যাট করে ১৫২ রান করে মুম্বাই। তবে এই মামুলি লক্ষ্যে পৌঁছাতে পারেনি কলকাতা। তাদের ইনিংস থেমে যায় ১৪২ রানে।
সাকিব ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন একটি উইকেট। পরে ব্যাট হাতে পাঁচ নম্বরে সুযোগ পান তিনি, উইকেট বিলিয়ে আসেন ৯ বলে ৯ রান করে।
এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় দলটি। এরপর দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। তাই আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে সাকিবকে কিনে নেয় কলকাতা।