কষ্টার্জিত জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল
স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কাছে স্প্যানিশ লিগের শিরোপা হারানোর পর দ্রুতই কামব্যাক করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সম্প্রতি ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা রিয়াল এবার লা লিগায় হারিয়েছে ওসাসুনাকে।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওসাসুনার বিপক্ষে রিয়ালের জয় ২-০ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমাল লস ব্লাঙ্কোসরা।
করিম বেনজেমার অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে রিয়ালকে। ফরোয়ার্ডদের ব্যর্থতায় তো পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল রিয়ালের। তবে ভালবার্দে ও আসেনসিও গোল করে রিয়াল শিবিরে স্বস্তি ফেরান।
ম্যাচের দশম মিনিটেই গোলের সুযোগ পেয়ে যায় রিয়াল। তবে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেই যাত্রায় কর্নার নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।
ম্যাচের ১৫তম মিনিটে গোলের সুযোগ পায় ওসাসুনাও। মানু সানচেজের ক্রসে আন্তে বুদেমির ঠিকমতো হেড করতে না পারায় গোলের সুযোগ নষ্ট হয় ওসাসুনার। ওসাসুনার মাঠ এল সাদরে প্রথমার্ধের বাকিটা সময় ছিল উত্তাপহীন। না কোনো গোল হয়েছে, না তেমন কোনো জোরালো আক্রমণ হয়েছে।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৫২তম মিনিটে গোল করে বসেন ভিনিসিয়াস, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ৫৫তম মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে গোল অভিমুখে গেলেও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস। গোলরক্ষকের সেভে রক্ষা পায় ওসাসুনা।
রিয়ালের মতো গোলের সুযোগ নষ্ট করে ওসাসুনাও। ম্যাচের ৬২তম মিনিটে মোই গোমেজের দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
তবে একের পর এক আক্রমণের সুবাদে ম্যাচের ৭৮তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের বাড়ানো বলে ভিনিসিয়াসের কাট ব্যাকে দুর্দান্ত এক ভলিতে জালের নিশানা খুঁজে পান ভালবার্দে । আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসেনসিওর দারুন শটে জয় নিশ্চিত হয় রিয়ালের।
এই জয়ে ২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা