কাতার বিশ্বকাপেও পাঁচজন বদলি খেলোয়াড় আইন থাকছে
গত বছর মেতে খেলোয়াড় বদলের নিয়মে পরিবর্তন এনেছিল ফিফা। এক ম্যাচে এক দল পাঁচজন করে ফুটবলার বদল করতে পারবে। এর আগে তিনজন করে বদলের নিয়ম ছিল। খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ কমাতেই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই সিদ্ধান্ত নিয়েছিল।
ফিফা ডটকমের খবরে জানা গেছে, পাঁচজন বদলি খেলোয়াড়ের আইন ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত থাকছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
এরই মধ্যে পাঁচজন করে বদলি আইন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে বাস্তবায়ন করা হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হওয়া ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপেও এই আইন কার্যকর করা হবে।
খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ফিফা এই প্রস্তাব দিয়েছিল। আর তা অনুমোদন দেয় ফিফার আইন প্রণেতাদের সংগঠন আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
তবে বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে একটি শর্ত দিয়েছে ফিফা। পাঁচটি বদল করা যাবে ঠিকই, তবে তা করতে হবে তিনবারে। অর্থাৎ একটি দল পাঁচ খেলোয়াড় বদলের জন্য পাঁচবার খেলা থামাতে পারবে না। আগের মতো সর্বোচ্চ তিনবারে খেলোয়াড় বদল করতে হবে। এ ক্ষেত্রে একবারে একাধিক খেলোয়াড় বদল করা যাবে।
এছাড়া বর্তমানে যেসব টুর্নামেন্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটাও আপাতত বন্ধ রাখার অনুমতি দিয়েছে ফিফা।