কাতার বিশ্বকাপের টিকেট পেল আর্জেন্টিনা
ব্রাজিলের সঙ্গে ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য ড্র করেছে তারা। তারপরও মেসিদের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। না, নিজেদের পারফরম্যান্সের ওপর ভর করে নয়। উরুগুয়ে, চিলি ও কলম্বিয়া জিততে না পারায় কাতারের টিকেট পেয়ে গেছেন মেসিরা।
আজ বুধবার ভোরে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ গোলশূন্য ড্র হয়। আরেক ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে যায় চিলি। তাই পাঁচ ম্যাচ বাকি থাকতেই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা।
১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
১৪ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ২৩ পয়েন্ট। ১৭ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে চিলি।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলবে। আর পঞ্চম স্থানে থাকা দল আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলবে।