কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন হচ্ছে
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে তিন মাসেরও বেশি সময় বাকি। এরই মধ্যে নতুন খবর এসেছে, বিশ্বকাপ শুরুর দিন একদিন এগিয়ে আনা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবরে জানা গেছে এই তথ্য।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। একদিন এগিয়ে ২০ নভেম্বর করা হতে পারে।
কিন্তু ২০০৬ জার্মান বিশ্বকাপ থেকে প্রথা অনুযায়ী উদ্বোধনী ম্যাচে সাধারণত স্বাগতিক দেশ অংশ নেয়। সে কারণেই কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর আয়োজন হতে পারে। ২১ নভেম্বর বাকি ম্যাচগুলো হবে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।
অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি ফিফা কাউন্সিল ব্যুরোতে অনুমোদন পেতে হবে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো ও ছয়টি কনফেডারেশন (উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি ও ওএফসি) এর সভাপতির সমন্বয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে।