কাতার বিশ্বকাপে পর্তুগালের ২৬ সদস্যের দল ঘোষণা
দল ৩২টি, স্বপ্ন একটি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। এরই মধ্যে কাতারে আসতে শুরু করেছে বিভিন্ন দল, অনেকে নিজেদের স্কোয়াড ঘোষণা করছেন।
এদিকে অনেকে অপেক্ষা করছেন শেষ সময়ের। তবে যাই হোক ১৪ নভেম্বরের মধ্যে সকল দলকে তাদের স্কোয়াড ঘোষণা করতে হবে। এবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। কোচ ফার্নান্দো সান্তোস তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন।
পেপে, বার্নানডো সিলভা, গনসালো রামোসসহ কাঙ্ক্ষিত খেলোয়াড় এবং সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন স্কোয়াডে। তবে চোটের কারণে ছিটকে গেছেন দিয়াগো জোটা ও পেদ্রো নেতো।
পর্তুগাল খেলবে ‘এইচ’ গ্রুপে। আগামী ২৪ নভেম্বের ঘানার বিপক্ষে তাঁদের প্রথম ম্যাচ। গ্রুপের অপর দল উরুগুয়ে (২৯ নভেম্বর) এবং দক্ষিণ কোরিয়ার (২ ডিসেম্বর) বিপক্ষে মাঠে নামবে সিআর-৭ এর দল।
পর্তুগাল দল:
গোলরক্ষক: দিয়োগো কোস্তা, জোসে সাও, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: দিয়োগো দালোত, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রোবেন দিয়াস, আন্তনিও সিলভা, নুনো মেন্ডিস ও রাফায়েল গুরেইরো।
মিডফিল্ডার: জোয়াও পালিনহো, রুবেন নেভিস, বার্নানডো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও মারিও, ম্যাথিউস নুনেস, ওতাভিও মনতেইরো, ভিতিনহা, উইলিয়াম কারভালহো।
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও এবং রিকার্ডো হোরতা।