কাতার বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত ফিফা সভাপতি
কাতার বিশ্বকাপ উপহার দিচ্ছে একের পর এক চমক। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে কোনো সম্ভাবনাতেই যাওয়া যাচ্ছে না। ছোট দল, বড় দলের ব্যবধান এবার নেই বললেই চলে। প্রতিযোগিতার দিক থেকে সবচেয়ে উপভোগ্য বিশ্বকাপ দেখার মজা তাড়িয়ে নিচ্ছে সকলকে। যেখানে আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বয়ং।
কাতারে ফিফার এই ইভেন্ট আয়োজন নিয়ে ছিল অনেক তর্ক-বিতর্ক। কিন্তু খেলা মাঠে গড়ানোর পর অনেক বিতর্কই উড়ে গেছে। ফিফা সভাপতির উচ্ছ্বাস তাতে বেড়েছে।
মার্কার একটি প্রতিবেদনে তুলে ধরা হয় জিয়ান্নি ইনফান্তিনোর আলাপ। সেখানে তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি বিশ্বকাপের সেরা আসর।’
সঙ্গে যোগ করেন, ‘আমি বিশ্বকাপের প্রায় সবগুলো ম্যাচ দেখেছি। এখানে বড় ছোট বলতে কিছু নেই। সবাই সমান। গ্রুপ পর্বটা সবচেয়ে জমজমাট হয়েছে। এমনটি এর আগে কোনো আসরে দেখা যায়নি। মাঠে দর্শকও আসছে উল্লেখ করার মতো।’
ফুটবলের বিশ্বায়ন নিয়ে অনেক আগে থেকে কাজ করছে ফিফা। এবারের আসরে শেষ ষোলোতে ওঠা দলগুলোর মধ্যে ছিল সব মহাদেশের প্রতিনিধি। এটিও প্রথম। যা আগের আসরগুলোতে হয়নি। ফিফা সভাপতি উচ্ছ্বসিত এতে। তার মতে, ফুটবলের সত্যিকার বিশ্বায়ন ঘটছে।