কাদিসের সঙ্গেও পারল না বার্সেলোনা
স্প্যানিশ লিগে মোটামুটি ভালো সময় কাটছিল বার্সেলোনার। কিন্তু পয়েন্ট টেবিলের তলানির দল কাদিসের সামনে এলোমেলো হয়ে গেল সব। আক্রমণ-বল দখল সবদিকে এগিয়ে থেকেও ফল নিজেদের পক্ষে আনতে পারল না তারা। কাদিসের কাছে হেরে হতাশায় ডুবল কাতালান ক্লাবটি।
নিজেদের মাঠে গতকাল সোমবার রাতে লা লিগার ম্যাচে কাদিসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন লুকাস পেরেস।
এই হারের মাধ্যমে স্পেনের শীর্ষ লিগটিতে বার্সেলোনার ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল। টানা সাত জয়ের পর পয়েন্ট হারাল জাভির দল।
গতকাল ম্যাচের ৭৬ ভাগ সময় বল দখলে রেখে ১৮ বার আক্রমণে যায় বার্সা। যার মধ্যে ছয় অনটার্গেট শট হলেও একটিতেও গোল করতে পারেনি বার্সা। বিপরীতে মাত্র ৪টি অনটার্গেট শট নিয়েই সফল কাদিস।
বিরতির পর লিড পেয়ে যায় কাদিস। ৪৮ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বল ঠিকানায় পাঠিয়ে দেন পেরেস। ওই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিস।
চলতি লিগে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।