কামিন্সের ব্যাটিং ঝড়ে নাচতে মন চাইছে শাহরুখের
ছয় ছক্কা, চার বাউন্ডারি। ১৪ বলে হাফসেঞ্চুরি, ১৫ বলে ৫৬ রানের ইনিংস। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এমন ঝোড়ো ব্যাটিংয়ে সবাইকে বুঁদ করে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। তাঁর ছক্কা-বৃষ্টিতে মুগ্ধ কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খানও। অসি তারকার ব্যাটিং তাণ্ডব দেখে নাচতে মন চেয়েছিল বলিউড সুপার স্টারের।
গতকাল বুধবার রাতে সাত নম্বরে নেমে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে লোকেশ রাহুলের সঙ্গী হলেন প্যাট কামিন্সের। টুর্নামেন্টের ইতিহাসে মাত্র ১৪ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করার মালিক এখন কামিন্স ও রাহুল।
কামিন্সের ব্যাটিংয়ের দিনে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। অথচ কামিন্স ব্যাট হাতে নামার আগেও জয় নিয়ে শঙ্কা ছিল। কারণ যখন তিনি ব্যাটিংয়ে নামেন, তখনও জয়ের জন্য ৪১ বলে ৬১ রান লাগত কলকাতার। সেখান থেকে ম্যাচের মোড় তো ঘোরালেনই উল্টো ২৪ বল হাতে রেখে কলকাতাকে জয় উপহার দিলেন কামিন্স। মাত্র ১৫ বলে ছয় ছক্কা ও চারটি চারে ৫৬ রান করে দলের জয় উপহার দেন অসি তারকা।
দলের এমন এক জয়ে উচ্ছ্বসিত বলিউড তারকা শাহরুখ খান। করোনাভাইরাসের সতর্কতার কারণে দলের সঙ্গে নেই তিনি। তবে, দূরে থেকেই জানালেন নিজের উচ্ছ্বাসের কথা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘ওয়াও আবারও! প্যাট কামিন্স আমার ইচ্ছে হচ্ছে আন্দ্রে রাসেলের মতো তোমার সঙ্গে নাচি এবং বাকিদের মতো তোমাকে জড়িয়ে ধরি। খুব ভালো খেলেছ কেকেআর। আর কী বলব—প্যাট দিয়ে ছাক্কে।’