কাল মাঠে গড়াচ্ছে ডিপিএল, টাইটেল স্পন্সর ওয়ালটন
আগামীকাল মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২১-২২ মৌসুম। টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মতো দলগুলো। এবারের ডিপিএলের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ।
মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের অফিশিয়াল নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২১-২২ স্পন্সর্ড বাই ওয়ালটন।’
আজ সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, সদস্য সচিব আলী হোসেন ও সমন্বয়ক আমিন খান।
এদিন সংবাদমাধ্যমের সামনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ওয়ালটন গ্রুপ বাংলাদেশ ক্রিকেটের ডাকে বরাবরই সাড়া দিয়ে থাকে। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় সব সময় তারা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে। শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, আন্তর্জাতিক বিভিন্ন সিরিজে সবসময় ওয়ালটনের স্পন্সরশিপ দেখা যায়। দেশের গণ্ডি পেরিয়ে তারা বাইরেও পৃষ্ঠপোষকতা করছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ওয়ালটনের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের পথ চলায়, অনেক অর্জনে- ওয়ালটন আমাদের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য ওয়ালটন পরিবারকে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব, বিসিবির সঙ্গে ওয়ালটন গ্রুপের যে সম্পর্ক, তা সামনেও অব্যাহত থাকবে।’
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি।
দিনের অন্য দুই ম্যাচের একটিতে লড়বে প্রাইম ব্যাংক-সিটি ক্লাব, আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। এ দুটি ম্যাচ হবে বিকেএসপি-৩ ও ৪ নম্বর মাঠে।
এবারের লিগে মোট ৭৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথম দুই রাউন্ডের সূচি তৈরি হয়েছে। যেখানে মিরপুরের পাশাপাশি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ আর ৪ নম্বর মাঠে।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১১টি দল হলো—মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।