কাশ্মীরের ক্রিকেটার উমরান মালিক এখন আলোচনায়
আর কদিন বাদে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে লড়াইয়ে নামবে ভারত। দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এই সিরিজের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। যাঁরা আইপিএলে ভালো করছেন তাঁদের দলে নেওয়ার দাবি করেন অনেকেই।
সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে বলতে শোনা যায়, কাশ্মীরের ক্রিকেটার উমরান মালিককে দলে নেওয়ার। তিনি সোজা এবং দ্রুত বল করে নজরে পড়েন।
জম্মু কাশ্মীরে উমরান মালিকের জন্ম। গতবছর আইপিএলে কয়েকটি ম্যাচ খেলেই সানরাইডার্স হায়দরাবাদের নজরে পড়েন তিনি। তাঁকে চার কোটি রুপিতে দলে নেয় দলটি। তাঁর গতিতে মুগ্ধ সবাই। শোনা যাচ্ছে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সুযোগ দেওয়া হতে পারে তাঁকে। ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার গতিতে বল করেন তিনি।
আগামী জুনে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। দক্ষিণ আফ্রিকা সিরিজে অনেক সিনিয়রদের বিশ্রাম দেওয়ার কথা। তাই উমরানের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
এদিকে ক্রিকবাজের খবরে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছে তাদের।
জুলাই এবং আগস্টে ইংল্যান্ড সিরিজ এবং পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে সাদা বলের সিরিজের জন্য দল গঠনে নজর দিচ্ছে ভারতীয় নির্বাচক কমিটি। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ৯ থেকে ১৯ জুন অনুষ্ঠিত হবে।