কাসেমিরোর গোলে রিয়ালের কষ্টের জয়
দুর্বল আক্রমণ নিয়ে ম্যাচের বেশির ভাগ সময় জালের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। এক পর্যায়ে ম্যাচের ভাগ্য গড়ায় ড্রয়ের দিকে। সেই মূহর্তে গোল করে দলকে উদ্ধার করলেন কাসেমিরো। তাঁর একমাত্র গোলে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের দল।
গতকাল শনিবার রাতে লা লিগায় রিয়াল ভাইয়াদলিদকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ের মাধ্যমে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে কিছুটা ব্যবধান কমালো রিয়াল।
এদিন ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখেও প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। দশবার শট নিয়ে মাত্র দুটি ছিল অন-টার্গেট শট। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে রিয়াল শিবিরে স্বস্তি ফেরায় রিয়াল। ৬৫ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিকে হেড দিয়ে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
চলতি লিগে ২৪ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে রিয়াল ভাইয়াদলিদ।