কিপিং নিয়ে দলে কোনো সমস্যা নেই : মাহমুদউল্লাহ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের কিপিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অবশ্য আলোচনার জন্ম দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। উইকেটকিপিংয়ের দায়িত্বটা মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের মধ্যে ভাগ করে দিয়েছেন বলে জানান তিনি। কোচের ওই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। তবে দলের মধ্যে কোনো সমস্যা নেই বলে আশ্বস্ত করলেন বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ।
আগামীকাল মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজে মুশফিক-সোহান দুজনই কিপিং করাবেন। কোচ জানালেন, প্রথম দুদিন কিপিং করবেন সোহান, পরের দুদিন মুশফিক। এর মধ্যে পঞ্চম ম্যাচে উইকেটের পেছনে থাকবেন। যা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যদিও কিপার সোহান ও মুশফিক দুজনেই ব্যাপারটি নিয়ে সন্তুষ্ট আছেন বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক।
সিরিজ শুরুর আগে আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা নিয়ে দলে কোনো প্রভাব পড়েনি। মুশফিক টিমম্যান এবং দুর্দান্ত সতীর্থ। খুশিমনেই সে কিপিংয়ের দায়িত্ব সোহানের সঙ্গে ভাগাভাগি করছেন। সে খুশি, সোহানও খুশি। সোহান ভালো কিপিং করছে, মুশফিকও দারুণ। ওয়ার্কলোড ভাগাভাগি করে নেওয়া তাই দলের জন্যই ভালো।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘দলে সবকিছু ঠিক আছে। কোনো অসুবিধাই নেই। সত্যি বলতে, দুজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিসগুলো নিয়ে আমাদের সমস্যা নেই। সোহান আগের সিরিজে ভালো কিপিং করেছে। মুশি তো অসাধারণ বছরের পর বছর ধরেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি (হাসি)। আমি বলব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। গোটা দলই পজিটিভ আছে এবং তারাও (মুশফিক-সোহান) খুব পজিটিভ।’