কী কারণে মেজাজ হারালেন মুশফিক?
খেলার মাঠে প্রায়ই মেজাজ হারাতে দেখা যায় মুশফিকুর রহিমকে। আজ শুক্রবার বিপিএলের ম্যাচেও তেমনটাই হয়েছে। সতীর্থ খালেদ আহমেদের ওপর চটেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক।
আজ নিজেদের নবম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৬৫ রানে হেরেছে খুলনা টাইগার্স। এদিন কুমিল্লার ইনিংসের শুরু থেকে ব্যাট হাতে চড়াও হন লিটন দাস। তবে ম্যাচের ষষ্ঠ ওভারে রুহেল মিয়ার বলে ফাইনলেগে ক্যাচ তুলে দেন লিটন। কিন্তু সেখানে থাকা খালেদ আহমেদ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি।
খালেদের ক্যাচ মিসে হতাশ হন খুলনার অধিনায়ক মুশফিক। কারণ এর পরের বলেই আবার ছক্কা মেরে খুলনার হতাশা আরো বাড়ান লিটন। শেষ পর্যন্ত পেরেরার বলে থামেন ডানহাতি এই ব্যাটার। সপ্তম ওভারের প্রথম বলেই লিটনকে শিকার বানান পেরেরা।
৪১ রান করা লিটনকে ফিরিয়ে যখন উদযাপন করেন খুলনার ক্রিকেটাররা তখনই বাধে বিপত্তি। উইকেট উদযাপন করতে এসে হাসিমুখে মুশফিককে জড়িয়ে ধরেন খালেদ। তরুণ এই পেসারকে তখন হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেন মুশফিক।
ওই মুহূর্তটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের মাঝেও দেখা গেছে প্রতিক্রিয়া। মুশফিকের এই মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।
এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালেও সতীর্থের ওপর মেজাজ হারিয়েছিলেন মুশফিক। সেবার ক্যাচ নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে তেড়ে যান মুশফিক। যদিও ঘটনাটির পরে নিজেই ক্ষমা চান খুলনার অধিনায়ক।
আজকের ম্যাচে হেরে যাওয়ায় প্লে-অফের সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছে খুলনার।