কুকুরের ভুলের কারণে কাঠগড়ায় আর্সেনাল ফুটবলার
শখের বশে কুকুর, বিড়াল পুষে থাকেন অনেক ফুটবলারই। যে তালিকায় আছে আর্সেনাল ফুটবলার রিচ নেলসনও। তবে সেই পোষা কুকুরই কি না কাল হলো এই ফুটবলারের জন্য। কুকুরের অপরাধের কারণে এবার তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে।
গতকাল শনিবার (৮ এপ্রিল) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বরে নেলসনের বাসায় তার স্ট্যাফোর্ডশায়ার বুল টেরিয়ার প্রজাতির পোষা কুকুর মাসাজ থেরাপিস্ট সাইদ মোতালিকে আক্রমণ করে। সে সময় থেরাপিস্ট নেলসনের বিরুদ্ধে অভিযোগ করেন। গত বছরের ৩১ অক্টোবর অভিযোগ অস্বীকার করে জামিন প্রার্থনা করলে আদালত তখন তাকে নিঃশর্ত জামিন দেন।
গোল ডটকম আরও জানিয়েছে, ‘কুকুরের দায়িত্বে থাকা অবস্থায় তা অনিয়ন্ত্রিত হয়ে কারো ক্ষতির কারণ হওয়ায়’ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেটার সূত্রে তাকে আগামী ৪ সেপ্টেম্বর কাঠগড়ায় দাঁড়াতে হবে।
চলতি মৌসুমে আর্সেনালের হয়ে ১১ ম্যাচে মাঠে নেমে তিনটি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা নেলসন।