কুম্বলেকে বাদ দিল পাঞ্জাব কিংস
অনিল কুম্বলের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাঞ্জাব কিংস। তাই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে প্রধান কোচ হিসাবে মেয়াদ শেষ হয়ে গেছে তাঁর।
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, শিল্পপতি মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, করণ পল এবং কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা সতীশ মেননসহ একাধিক মালিকদের সমন্বয়ে গঠিত বোর্ড এই সিদ্ধান্ত নেয়। তারা নতুন কোচের খোঁজে রয়েছেন। তারা দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করবে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, কুম্বলে ২০২০ সালে কিংসে যোগ দেন। তিনি তিন মৌসুম দলটির দায়িত্বে ছিলেন। এই সময়ে আইপিএলে পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিল দলটি।
সঞ্জয় বাঙ্গার (২০১৪-১৬), বীরেন্দর শেবাগ (২০১৭), ব্র্যাড হজ (২০১৮) এবং মাইক হেসনের (২০১৯) পর কুম্বলে ছিলেন পঞ্চম কোচ।
কুম্বলে আইপিএলে একমাত্র ভারতীয় প্রধান কোচ ছিলেন। কিংস ছিল তৃতীয় আইপিএল দল যার সঙ্গে তিনি কাজ করেছেন। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ানসের পরামর্শক হিসাবে কাজ করেছিলেন তিনি। আর ২০১৬ সালে এক বছরের জন্য ভারতের প্রধান কোচের দায়িত্ব ছিলেন।