কেন সাকিব তিন সংস্করণের চুক্তিতে, জানালেন নির্বাচক
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। ২১ জনের তালিকায় তিন সংস্করণেই আছেন সাকিব আল হাসান। কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে তিন সংস্করণের চুক্তিতে রাখা হয়েছে তার ব্যখা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মিনহাজুল আবেদীন বলেন, ‘সাকিব খেলোয়াড় হিসেবে অনেক বড় মাপের, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সেই হিসেবে ওর কাছ থেকে সেরাটাই আমরা চাই, যখনই ওকে পাব। সে জন্য ওকে তিন সংস্করণেই রাখা হয়েছে, যেহেতু এবছর আমাদের অনেক খেলা আছে। কেউ দু’একটি সিরিজ বিশ্রাম নিলেই তিন সংস্করণে রাখা যাবে না, তা তো নয়।’
বিষয়টির ব্যখ্যা দিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘প্রথমে বোর্ড কথা বলেছে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। এর পর বিবেচনা করা হয়েছে, কাকে কোন ফরম্যাটে রাখা যায়। সাকিব কোনো ফরম্যাট থেকে সরে যায়নি, সে নিজে থেকে সরে না গেলে বোর্ডের জন্য সরিয়ে দেওয়া কঠিন, কারণ সে বড় মাপের পারফর্মার।’
সাকিবের সঙ্গে বোর্ডের কথা হবে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন, ‘আমরা তালিকা দিয়েছি এক মাস আগে। বোর্ড এখন অনুমোদন দিয়েছে। দুবাই থেকে সাকিব ফিরেছে, ওর সঙ্গে নিশ্চয়ই বোর্ডের কথা হবে।’
সাকিব না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে দল ভালো খেলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘সাকিবের না যাওয়াটা বিপর্যয়ের মতো। তবে কেউ না গেলে জোর করে খেলানো যাবে না। দক্ষিণ আফ্রিকা সফরে যাঁরা গেছেন, তাঁদেরও সামর্থ্য আছে ভালো ক্রিকেট খেলার। আশা করি ভালো একটা সিরিজ হবে।’