কেপটাউন টেস্টে ফিরছেন কোহলি, আশা দ্রাবিড়ের
চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ককে ছাড়া দলও হেরেছে ম্যাচটিতে। জোহানেসবার্গে ম্যাচটিতে সাত উইকেটে হেরেছে সফরকারীরা। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ওই ম্যাচে অধিনায়ক কোহলি ফিরবেন বলে আশাবাদী দলটির কোচ রাহুল দ্রাবিড়।
ভারতীয় কোচ জানিয়েছেন, কেপটাইনে ক্যারিয়ারের ৯৯তম টেস্টে খেলতে পারেন কোহলি। কারণ গত দুদিন ধরেই নাকি ভারতীয় অধিনায়ক স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। এমন কি নেটে ব্যাটও করেছেন কোহলি।
তবে ফিজিওর রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আগামী ১১ জানুয়ারি মাঠে গড়াবে তৃতীয় টেস্ট। ফলে পুরোপুরি ফিট হতে আরো কয়েকদিন সময় পাচ্ছেন কোহলি। তাই আশা করা যাচ্ছে শেষ টেস্টে দেখা যেতে পারে ভারতীয় অধিনায়ককে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় বিরাট পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। অনুশীলন শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দুদিন। কেপটাউনের আগে আরও দুটো নেট সেশন পাবে। তা ছাড়া এখনও চার দিন পরে খেলা। আমি আশা করছি, ও খেলবে। ফিজিওর সঙ্গে এখনও আলোচনা করিনি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হল, খুব একটা সমস্যা নেই।’
পিঠের ইনজুরির কারণে জোহানেসবার্গে হওয়া দ্বিতীয় টেস্টে খেলেননি কোহলি। টস হওয়ার ঘণ্টাখানেক আগে তার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার খবর আসে। ম্যাচটিতে দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। আর কোহলির জায়গায় খেলেন হনুমা বিহারি।