কোচের পদ থেকে পদত্যাগ করলেন ডমিঙ্গো
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে গুঞ্জন চলছিল কদিন ধরেই। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন এ দক্ষিণ আফ্রিকান কোচ।
গতকাল মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডমিঙ্গো। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। এর আগে তাকে বাদ দিতে চাইলে শর্ত অনুযায়ী, তিন মাস আগে নোটিশ দিতে হতো। কিন্তু তার আগে তিনিই পদত্যাগপত্র পাঠালেন।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো প্রতি মাসে ১৯ লাখ টাকার ওপরে (১৮ হাজার ডলার) বেতন পেয়েছিলেন। তবুও প্রধান কোচ হিসেবে ভালোভাবে দায়িত্ব পালন না করা, খেলোয়াড়দের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রক্ষা না করাসহ বিভিন্ন অভিযোগ ওঠে ডমিঙ্গোর বিরুদ্ধে। আগুনে ঘি ঢেলে এশিয়া কাপের আগে ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে। সেখান থেকেই নিয়মিত গুঞ্জন উঠতে থাকে ডমিঙ্গোর বিদায়ের। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব পান ডমিঙ্গো। তার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সামগ্রিকভাবে বিসিবিকে খুশি করতে পারেননি এই প্রোটিয়া কোচ।