কোচ দেশমেই আস্থা ফ্রান্সের
২০১৮ থেকে ২০২২, গত চার বছরে অপ্রতিরোধ্য এক যাত্রায় ছিল ফ্রান্স। ২০১৮ তে রাশিয়া বিশ্বকাপ জয়, ২০২১ এর নেশন্স লিগ, ২০২২ এর কাতার বিশ্বকাপের রানার্সআপ। নাটকীয় ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে না হারলে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইটি বিশ্বকাপ জেতার রেকর্ড হতো ফ্রান্সের। না হলেও থেমে নেই ফরাসিরা। শুরু করেছে সামনের দিনের পরিকল্পনা।
একটি দলের পরিকল্পনা সাজান কোচ। তার বিচক্ষণতায় দল হয়ে ওঠে অপ্রতিরোধ্য। ফ্রান্সের এমন বদলে যাওয়ার পেছনের কারিগর কোচ দিদিয়ের দেশম। ২০২২ সালের বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে যায় দেশমের। ফ্রান্স ফুটবল রেখে দিয়েছে কোচকে, নতুন পরিকল্পনায় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করেছেন চুক্তি।
২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব পান দেশম। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর পুরপুরি বদলে দেন ফ্রান্সকে। ৫৪ বছর বয়সী এই তারকা কোচের অধীনে ফ্রান্স ২০১৬ ইউরোর ফাইনাল খেলে। এরপর রাশিয়া বিশ্বকাপ জিতিয়ে ঘোচান ২০ বছরের আক্ষেপ। ফ্রান্সের দুটো বিশ্বকাপেই দলের অংশ ছিলেন দেশম। ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলে ছিলেন মধ্যমাঠের সৈনিক।
দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স মোট ১৩৯টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে। যাতে জয় ৮৯টি, ড্র ২৮টি আর হেরেছে ২২ ম্যাচে। দেশমের চিন্তায় এখন ২০২৪ ইউরোর বাছাইপর্ব। জার্মানিতে অনুষ্ঠিতব্য আসরটিই এখন তার ভাবনার কেন্দ্রে। দেশের ফুটবলের অন্যতম সফল এই কোচের উপর আস্থা রাখার পাশাপাশি সহকারী কোচ, গোলকিপিং কোচ ও ফিটনেস ট্রেনারকেও রেখে দিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।