কোন কন্ডিশনে বল করতে চান শরীফুল?
একটা সময় বাংলাদেশ দলে মূল ভরসা ছিলেন স্পিনাররা। এখনও আছেন তারা, সঙ্গে জায়গা করে নিয়েছেন পেসাররা। সম্প্রতি দারুন করছে পুরো পেস বিভাগ। ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও পেসাররা জাত চিনিয়েছেন। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের পেসাররা চেপে ধরেছিলেন আইরিশ ব্যাটারদের।
হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেনরা মিলে আস্থার প্রতিদানের ইঙ্গিতই দিয়েছেন। গত ৯ মে প্রথম ম্যাচে পাঁচ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট পান শরীফুল। আগামীকাল শুক্রবার (১২ মে) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন শরীফুল। কথা বলেছেন ইংলিশ কন্ডিশন, নিজের বোলিং ও দ্বিতীয় ম্যাচ নিয়ে।
ইংল্যান্ডের কন্ডিশন সবসময়ই পেসারদের জন্য আদর্শ। এমন পিচে বোলিং নিয়ে শরীফুল বলেন, ‘সব ফাস্ট বোলাররাই চায় এমন কন্ডিশনে বল করতে। ভালোই লাগছে এখানে বোলিং করে। গত ম্যাচে আমরা নতুন বলে বল করেছি। বল পুরোনো হওয়ার আগে বৃষ্টি চলে এসেছে। যথেষ্ট সুইং পাওয়া যাচ্ছিল। এক্সট্রা বাউন্স, মুভমেন্ট সবই ছিল।’
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে। কালও আসতে পারে বৃষ্টি। তবু দ্বিতীয় ম্যাচে জিততে চায় বাংলাদশ। শরীফুল বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। জয় ছাড়া অন্য কোনো পরিকল্পনা নাই। বৃষ্টি আমাদের আয়ত্তের বাইরে। আমাদের আয়ত্তের মধ্যে যা আছে তা নিয়ে জিততে চাই।’