কোহলিকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন সৌরভ
সম্প্রতি ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বাধ্য হয়েই কোহলিকে ওয়ানডের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে।
নিউজ ১৮ ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিলাম। তবে চাপ কমাতে সে সিদ্ধান্তটা নিয়েছিল। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ও দারুণ ক্রিকেটার, নিজের খেলাটা ভালোভাবে খেলে থাকে। অনেকদিন অধিনায়কত্ব করেছে। দলকে অনেক সাফল্য দিয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সীমিত ওভারের ক্রিকেটের জন্য একজন অধিনায়কের পক্ষে ছিল। এ জন্যই সিদ্ধান্তটি নেওয়া হয়।’
বিসিসিআই সভাপতি আরও বলেন, ‘ভবিষ্যতে কী হয় তা বলতে পারব না, তবে আমি আগেও বলেছি বর্তমান ভারতীয় দলে অনেক মেধাবি ক্রিকেটার রয়েছে। আশা করছি তাঁরা দলকে সাফল্য এনে দেবে। একটা ভালো দলে খুব বেশি অধিনায়ক থাকে না।’
আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটেও ভারতের নেতৃত্ব দিতে শুরু করেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বে দল।
৯৫টি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এর মধ্যে ৬৫টি ম্যাচ জিতেছে দল। তাঁর নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তবে কোনো বড় টুর্নামেন্ট জেতেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল।