কোহলির অধিনায়কত্ব হারানো নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক
২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারত ক্রিকেট দলের ব্যর্থতায় চাকরি হারান সেই সময়ের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা চেতন শর্মা। তবে, বছর না ঘুরতেই আবার আগের জায়গায় ফিরেছেন তিনি। ফিরেই ভারতীয় ক্রিকেট নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। দেশটির সম্প্রচার মাধ্যম জি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ভারতের ক্রিকেট পাড়ায় দ্বন্দ্বের শেষ নেই। কয়েক মাস আগে পদ হারানো বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সাবেক অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্ব বেশ পুরোনো। কোহলির দাবি, সৌরভের কারণেই অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। তবে, চেতন শর্মা বলছেন, ‘কোহলির অধিনায়কত্ব হারানো নিয়ে সৌরভ কিছুই জানে না। এমনকি তিনি এর বিরোধী ছিলেন। বৈঠকে তিনি এর বিরোধিতা করেছিলেন।’
সৌরভ-কোহলি ছাড়া আরও বেশ কিছু ইস্যু নিয়েও মুখ খুলেছেন চেতন শর্মা। খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখতে ইনজেকশন নেওয়া, ডোপ টেস্ট ও ফিটনেস টেস্ট নিয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক।
জি নিউজ বলছে, ‘বিসিসিআইয়ের কিছু লুকানো সত্য যা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছিল তা তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। কীভাবে ভারত ক্রিকেট দলে ফিটনেস ঠিক রাখার ইনজেকশনের খেলা, সৌরভ-কোহলির বিবাদের পেছনের আসল কারণ ও দল থেকে খেলোয়াড়দের বাদ দেওয়ার জন্য কে দায়ী, সব উঠে এসেছে। তাদের দাবি, এই প্রতিবেদনের ফলে গোটা বিসিসিআই এখন কাঁপছে। এতে করে ভারতীয় ক্রিকেট দলের অনেক বড় খেলোয়াড়ের মুখোশ সরে যাবে। এমনকি প্রতারিত হওয়ার ভাবনায় পড়বেন ক্রিকেট প্রেমীরা।’
চেতন শর্মা বলেছেন, ‘ফিটনেস ঠিক রাখতে খেলোয়াড়রা ইনজেকশন পুশ করছে।’ তবে, বিষয়টি বার বার অস্বীকার করে আসছিল বিসিসিআই কর্তৃপক্ষ। এমনকি ফিটনেস নিয়ে খেলোয়াড়রা জাল নথি দিলে, নির্বাচকরা জেনেও কেন না জানার ভাব ধরে তা প্রকাশ পেয়েছে।’
ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহকে নিয়ে চেতন শর্মা বলেন, ‘চোটে থাকা সত্ত্বেও তিনি ফিট থাকার ভাব করছিলেন। এমনকি তাকে খেলাতে আমি জোর প্রচেষ্টা চালিয়েছি।’