কোহলির আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ইংলিশ ক্রিকেটার
খেলার মাঠে বেশ আগ্রাসী মেজাজে থাকেন বিরাট কোহলি। প্রায় সময় তাঁকে স্লেজিং করতে দেখা যায়। কোহলির আচরণ নিয়ে আরও বাজে অভিজ্ঞতা শেয়ার করলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটন। সাবেক এই ইংলিশ তারকার মতে, কোহলির আচরণ খুবই খারাপ।
ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, কোহলির ব্যবহার নিয়ে টুইটারে এমন মন্তব্য করেন কম্পটন। পরে অবশ্য টুইটার থেকে মন্তব্যটি মুছে দেন কম্পটন।
২০১২ সালে কম্পটন কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে টুইটারে সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘কোহলির আচরণ মনে হয় সবচেয়ে খারাপ। আমি জীবনেও ভুলব না, ২০১২ সালে কোহলি কী অশ্রাব্য ভাষায় আমাকে গালাগাল করেছিলেন। তখন আমার মনে হয়েছিল, এমন গালাগাল করে সে নিজেই নিজেকে ছোট করছে। তখন আমার এটিও মনে হয়েছে, কোহলির তুলনায় শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসন কিংবা জো রুটরা কতটা নম্র ও ভদ্র ক্রিকেটার।’
মুহূর্তের মধ্যে কম্পটনের টুইটটি ভাইরাল হয়ে যায়। এই টুইটের পর নেটিজেনরা পাল্টা প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ক্রিকেটারদের আচরণ নিয়ে। প্রশ্ন উঠে এসেছে জেমস অ্যান্ডারসনের খারাপ ব্যবহার নিয়েও। চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় তারকা বুমরাহ ব্যাট করতে নামলে তাঁর প্রতি ইংল্যান্ডের আচরণ নিয়েও কথা বলেছেন অনেকে। তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত টুইটটি ডিলেট করে দেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।
২০১২ সালে ভারতের বিপক্ষেই অভিষেক ঘটে কম্পটনের। তবে বেশিদিন স্থায়ী হয়নি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেন তিনি। ৪ বছরে মাত্র ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন কম্পটন।
অবশ্য এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডে ভালো সময় কাটাচ্ছেন কোহলি। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারানোর পর তাঁর স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে লন্ডনের একটি রেস্তোরায় খেতে গিয়েছেন তিনি। সিরিজের তৃতীয় টেস্টে আগামী বুধবার মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।