কোহলির নেতৃত্ব নিয়ে সুর পাল্টালেন গম্ভীর!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনা করেছিলেন গৌতম গম্ভীর। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠান সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
এবার কোহলিকে নিয়ে গম্ভীরের গলায় অন্য সুর! জানালেন, ওয়ানডেতে কোহলির নেতৃত্ব নিয়ে নাকি প্রশ্ন তোলেননি তিনি। শুধু টি-টোয়েন্টিতে বিরাটের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি।
গতকাল সোমবার সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, ‘টি-টোয়েন্টিতে বিরাটের নেতৃত্ব নিয়ে আমার বরাবরই প্রশ্ন ছিল। কিন্তু ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে ওর নেতৃত্ব নিয়ে কোনো সংশয় নেই আমার মনে।’
গম্ভীর আরো যোগ করেন, ‘বিরাটের নেতৃত্বে ভারত খুবই ভাল খেলেছে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও এভাবেই বিরাটের নেতৃত্বে এগিয়ে যাবে ভারত।’
বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের সদস্যরাও যে খুশি সেটাও স্বীকার করেন গম্ভীর, বলেন, ‘ভারতীয় দল কখনো একজন অথবা দুজনের ওপরে নির্ভর করত না। এই কথা বিরাটও বরাবর বলে এসেছে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের প্রত্যেক সদস্য খুশি। সবাই ওর নেতৃত্বকে উপভোগ করে।’
অথচ কিছুদিন আগে ইএসপিএন ক্রিকইনফোর একটি শোতে কোহলির অধিনায়কত্বের সমালোচনা করে গম্ভীর বলেছিলেন, ‘আমি আসলেই ওর অধিনায়কত্ব বুঝতে পারছি না। আমরা বারবার বলে আসছি, অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন-আপকে চাপে ফেলতে শুরুতে উইকেট নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। অথচ দলের মূল বোলারকে দেওয়া হলো মাত্র দুই ওভার। সাধারণত ওয়ানডেতে এক বোলারের স্পেল থাকে ৪-৩-৩। অথচ দলের সেরা বোলারকে দুই ওভার দেওয়া হলো শুরুতে। এই ধরনের অধিনায়কত্ব আমার মাথায় ঢুকছে না, বিশ্লেষণও করতে পারব না। এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট নয়! আমি তাঁর সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছি না। খুব বাজে অধিনায়কত্ব।’