কোহলির ফর্ম খরা নিয়ে যা বললেন সৌরভ
দীর্ঘদিন ধরে ফর্ম নিয়ে লড়াই করছেন বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে কোনো সেঞ্চুরি নেই তাঁর। এই বছর সাবেক ভারতীয় অধিনায়ক মাত্র তিনটি অর্ধশতক করেছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আশাবাদী, ডানহাতি এই ব্যাটার ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ফর্মে ফিরবেন।
২৮ আগস্ট ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘তাকে (কোহলি) অনুশীলন করতে দিন, তাকে ম্যাচ খেলতে দিন। তিনি একজন বড় খেলোয়াড়, প্রচুর রান করেছেন। আমি আশাবাদী যে সে ফিরে আসবে। সে কেবল সেঞ্চুরি করতে পারছে না এবং আমি বিশ্বাস করি সে তার ফর্ম খুঁজে পাবে।’
কোহলি গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ মিস করেছেন। যাতে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল। ১৮ আগস্ট হারারেতে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও এই খেলোয়াড়কে পাওয়া যাবে না। যদিও ভারতের এশিয়া কাপের দলে রাখা হয়েছে কোহলিকে।
কয়েক দিন আগে পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া মতামত দিয়েছিলেন যে, কোহলি যদি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হতে চান তবে আসন্ন এশিয়া কাপে পারফর্ম করতে হবে। কোহলি গত এক দশকে সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের মধ্যে একজন হলেও, তাঁর সাম্প্রতিক ফর্ম মন্দার কারণে ভারতীয় দলে তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি করেছে। কানেরিয়া বলেছেন, ‘অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। ম্যানেজমেন্টের যে আস্থা রয়েছে মাঠে তা প্রমাণ করতে হবে।’
ভারত এখন জিম্বাবুয়ে সফরে। সাদা বলের সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে, দলটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ করার আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায়।