কোহলির বেঙ্গালুরুতে করোনার হানা
একদিন বাদেই মাঠে গড়াচ্ছে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর আইপিএল। মূল লড়াই শুরুর আগেই করোনার দুঃসংবাদ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোতে। মাঠকর্মী থেকে শুরু করে করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছেন না ক্রিকেটাররাও। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই করোনা হানা দিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিবিরেও।
বেঙ্গালুরু শিবিরের ওপেনার দেবদূত পাডিক্কালের পর কোভিড-১৯ পজিটিভ হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে বেঙ্গালুরু।
আরসিবির পক্ষ থেকে জানানো হয়, নেগেটিভ রেজাল্ট নিয়ে গত ৩ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ভারতে আসেন স্যামস। কিন্তু তাঁর দ্বিতীয় টেস্টের ফল পজিটিভ আসে। কোনো ধরনের উপসর্গ ছাড়াই আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে স্যামসকে। আরসিবির মেডিকেল টিম স্যামসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে।
আইপিএলে করোনার দুঃসংবাদ প্রথম এসেছে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়াম থেকে। ওই মাঠেই ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঠে গড়াবে।
প্রথমে ওয়াংখেড় স্টেডিয়ামে কর্মরত ১০ জন মাঠকর্মীর করোনা পজিটিভ এসেছে। ওয়াংখেড়ের মাঠ কর্মীদের পর সম্প্রচারকারী সংস্থার ১৪ জন প্রতিনিধি করোনা পজিটিভ হয়েছেন। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার পরও কীভাবে তাঁরা আক্রান্ত হলেন সে নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মাধ্যমে। আপাতত মুম্বাইয়ের এক হোটেলে আইসোলেশনে আছেন আক্রান্তরা।
ভারতীয় ক্রিকেট বোর্ড নিযুক্ত ছয়জন ইভেন্ট ম্যানেজারের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। এরপর কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলও। কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর মুম্বাইয়ে টিম হোটেলে যোগ দেন অক্ষর। এর পরের পরীক্ষায় দিল্লির এই অলরাউন্ডারের পজিটিভ ফল এসেছে। আপাতত দুজনেই আইসোলেশনে আছেন।
এ ছাড়া চেন্নাই সুপার কিংসের একজন সদস্যেরও পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান।