কোহলির মাথা কাজ করছে না, ওর বিশ্রাম দরকার : রবি শাস্ত্রী
বিরাট কোহলি মানেই ব্যাটে রানের ফুলঝুড়ি। ঘরের মাঠে কিংবা বিদেশে, কোহলির ফর্ম দেখে রীতিমতো ঈর্ষা হতো বিশ্বের সব ব্যাটসম্যানের। তবে এখন খারাপ সময় পার করছেন ভারতীয় সাবেক এই অধিনায়ক।
কিছুতেই ফর্মে ফিরতে পারছেন না কোহলি। ২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি করেছিলেন। এর পর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি ওয়ানডে ম্যাচ, ২৫টি টি-টোয়েন্টি ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কে যেতে পারেননি। সব মিলিয়ে সর্বশেষ ১০০ ম্যাচে সেঞ্চুরি নেই কোহলির!
আড়াই বছর আগেও একের পর এক সেঞ্চুরি করে যাওয়া কোহলি এবারের আইপিএলে সাত ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মেরেছেন ‘গোল্ডেন ডাক’। কোহলির এমন অবস্থার কারণ অনুসন্ধান করেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। দীর্ঘদিন কোহলিকে কাছ থেকে দেখা শাস্ত্রী মনে করছেন, কোহলির মাথা কাজ করছে না! তাই কোহলিকে ক্রিকেট থেকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
স্টার স্পোর্টসকে কোহলি প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘কোচ হিসেবে দলের ক্রিকেটারদের ভালো-মন্দ খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনো ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয় তা হলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত।’
ভারতীয় সাবেক কোচ আরও বলেন, ‘কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার তো সেটা কোহলি। একটানা জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলা সহজ নয়। কোহলি এখনো জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে। কিন্তু সেটা এভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেলতে থাকলে ওর খেলা আরও খারাপ হবে।’