কোহলির রেকর্ড ভাঙার পথে বাবর আজম
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বললে ভুল বলা হবে না তাঁকে। ধারাবাহিক সাফল্য পেয়ে চলছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বলতা ছড়িয়ে আসছেন তিনি। তাই আইসিসির র্যাঙ্কিংয়েও এগিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে শীর্ষে আছেন তিনি।
আইসিসির বর্তমান ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাবর আজম সবার ওপরে আছেন। আর টেস্টে আছেন চতুর্থ স্থানে।
৫০ ওভারের ফরম্যাটে বাবরকে বলা হয় রান-মেশিন। তাই ভারতীয় ব্যাটিং গ্রেট বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁকে।
বাবর একটি বড় রেকর্ড ভাঙার পথে, যে রেকর্ডের বর্তমান মালিক কোহলি। আজ বুধবার মুলতানে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হয়ে মাঠে নামছেন। অধিনায়ক হিসেবে মাত্র ১২ ইনিংসে এখন পর্যন্ত ৯০২ রান করেছেন। পরের ৪ ইনিংসে ৯৮ রান করতে পারলেই অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করতে পারবেন তিনি।
রেকর্ডটি এখন কোহলির দখলে। যিনি ১৭ ইনিংসে এই সাফল্য পান। গত বছর ডিসেম্বরে তাঁকে ভারতের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রোহিত শর্মা বর্তমান অধিনায়ক।
এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে হারের পর টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কোহলি।
কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে বড় স্কোর পেতে লড়াই করে চলছেন। ২০১৯ সালে সর্বশেষ তিন অঙ্কের কোটায় পৌঁছান তিনি।
বাবর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়ানডেতে খেলা ১২টি ইনিংসের মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেন।