কোহলি-ডু প্লেসিসের ব্যাটে চড়ে উড়ন্ত জয় বেঙ্গালুরুর
আইপিএলে আজ রোববার (২ এপ্রিল) আসরের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচটা জয়ে রাঙায় স্বাগতিকরা। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে উড়ন্ত জয় দিয়ে আসর শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগে ব্যাট করার সুযোগ পেয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে মুম্বাই। জবাব দিতে নেমে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিসের ১৪৮ রানের ওপেনিং জুটিতে সহজ জয় পায় ব্যাঙ্গালুরু। ১৬.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭২ রান করে তারা।
এর আগে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার মুম্বাই। দলীয় ২০ রানের মাথায় দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণের সঙ্গে সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রীণ। হিটম্যান সূর্যকুমার যাদবও ফিরে যান ১৫ রান করে। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা একাই নেন তিলক ভার্মা। মুম্বাইয়ের বাকি ব্যাটাররা যেখানে রান করতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে একপ্রান্ত আগলে রেখে ৪৬ বলে অপরাজিত ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিলক। ৯ টি চার ও ৪ টি ছয়ে সাজানো ইনিংটি মুম্বাইকে এনে দেয় ১৭১ রানের ভদ্রস্ত সংগ্রহ। বেঙ্গালুরুর হয়ে ২ উইকেট শিকার করেন কর্ণ শর্মা।
মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেলেন বেঙ্গালুরুর দুই ওপেনার কোহলি ও ডু প্লেসিস। মুম্বাইয়ের বোলারদের তুলোধুনা করে দুই প্রান্ত থেকে হাত খুলে খেলতে থাকেন দুজন। ৬ চার ও ৫ ছয়ের মারে কোহলি অপরাজিত থাকেন ৪৯ বলে ৮২ রানে। দলীয় ১৪৮ রানে ব্যক্তিগত ৭৩ রানে আরশাদ খানের বলে আউট হন ডু প্লেসিস। ৪৩ বলে ৭৩ রানের ইনিংসটি খেলতে ডু প্লেসিস ৫ টি চার ও ৬ টি ছয় মারেন। ডু প্লেসিস আউট হওয়ার পর শূন্য রানে ফিরে যান দিনেশ কার্তিক। তাতে কেবল জয় পেতে কিছুক্ষণ সময় বেশি লেগেছে বেঙ্গালুরুর। মাঠে নেমে ৩ বলে ২ ছয়ে ১২ রান করে বাকি কাজটুকু সারেন গ্লেন ম্যাক্সওয়েল। এতে হেসেখেলে জয়ের বন্দরে নোঙর ফেলে ঘরের মাঠের দর্শকদের ৮ উইকেটে জয়ের আনন্দ উপহার দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।