কোহলি যেন ফর্মে ফেরেন, চাওয়া পাকিস্তানি ক্রিকেটারের
দীর্ঘদিন ধরে ফর্ম নিয়ে লড়াই করছেন বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে কোনো সেঞ্চুরি নেই তাঁর। পারফরম্যান্সের জন্য মাঠ এবং মাঠের বাইরে—সব জায়গাতেই সমালোচিত এই ভারতীয় তারকা। এই সমালোচনার মধ্যে দিয়েই পাকিস্তানের বিপক্ষে বহু প্রত্যাশিত ম্যাচে লড়বে ভারত।
স্বাভাবিকভাবে বড় ম্যাচে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় ভক্তরা। কোহলির অফ ফর্ম নিয়ে প্রতিপক্ষ হিসেবে খুশিই থাকার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেটা মোটেই নয় পাকিস্তান। বরং পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান চাইছেন, কোহলি ফের পুরোনো রূপে ফেরেন। সেই দোয়াই করবেন শাদাব খান।
এশিয়া কাপে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বড় ম্যাচের আগে যখন ফর্ম নিয়ে আলোচিত কোহলি তখন সংবাদ সম্মেলনে পাকিস্তানের শাদাব বলেছেন, ‘আমি দোয়া করব, সে যেন আগের রূপে ফিরতে পারে। সে এখনো ভালোই করছে, কিন্তু নিজের মান এমন জায়গায় নিয়ে গেছে যে দেখে মনে হয় ফর্মে নেই। আমি ব্যক্তিগতভাবে চাই, সে সেঞ্চুরি করুক, তবে সেটি যেন আমাদের বিপক্ষে না হয়। টুর্নামেন্টে অন্য কোনো দলের বিপক্ষে করুক।’
এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে বিশ্ব ক্রিকেটের ১৪তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন ৩৩বছর বয়সী কোহলি। এখন পর্যন্ত ৯৯টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৫০.১২গড়ে ৩৩০৮ রান করেছেন তিনি। এতে তাঁর নামে রয়েছে ৩০টি হাফ সেঞ্চুরি।
এই ফরম্যাটে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার পরে,পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এখন পর্যন্ত ১২৪টি এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বাংলাদেশি তারকা মাহমুদউল্লাহ খেলেছেন ১১৯টি ম্যাচ।