কোহলি-স্টোকসের উত্তপ্ত বাক্যবিনিময়
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ কতটা উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেটা বোঝা গেল চতুর্থ টেস্টের প্রথম দিনেই। দুদলের ক্রিকেটাররা কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নন, তা স্পষ্ট হয়ে যায় কোহলি ও স্টোকসের মধ্যে কথা কাটাকাটির ঘটনায়।
ইংলিশ অলরাউন্ডার ও ভারতীয় অধিনায়কের মধ্যে কথা কাটাকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফিল্ড আম্পায়ার মাঠে নামতে বাধ্য হন।
সমস্যা শুরু হয় ইনিংসের ১৩তম ওভারে। শেষ বলে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ বাউন্সার দিলে স্টোকস ভারতীয় পেসারকে উদ্দশ্য করে কিছু বলেন। সিরাজ ফেরার সময় বিশেষ কিছু না বললেও কোহলি বিষয়টি নিজের হাতে তুলে নেন। ওভারের মাঝে প্রান্ত বদল করার সময় কোহলি ও স্টোকসকে তর্ক করতে দেখা যায়। দুই ফিল্ড আম্পায়ার গিয়ে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।
আম্পায়ারদের প্রশংসা করে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলেন, ‘এমন ঘটনা ক্রিকেটে ঘটেই থাকে। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে যায়। তবে ভালো লেগেছে এটা দেখে, আম্পায়াররা বিষয়টা বেশিদূর গড়াতে দেয়নি।’