কোহলি-স্মিথের চেয়েও বেশি রান বাবরের
বিশ্বের অন্যতম সেরা চার ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম।
২০১৯ সাল থেকে ক্রিকেটের তিন ফরম্যাট মিলে বাবরের সংগ্রহ ৪১৬২ রান। ৮৬ ইনিংস ব্যাট করে ১১টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৫৩.৩৫।
বাবরের পর দ্বিতীয় সর্বোচ্চ রান কোহলির। ৯১ ইনিংস ব্যাট করে ৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরিতে ৫০.৭৫ গড়ে ৪০১০ রান করেছেন কোহলি।
৮৮ ইনিংসে ৪৯.৭৭ গড়ে ৩৯৮২ রান করে এক্ষেত্রে তৃতীয় স্থানে রুট। বাবরের সমান ১১টি সেঞ্চুরি করেছেন তিনি। হাফসেঞ্চুরি ১৬টি।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে উইলিয়ামসন ও স্মিথ। ৫৭ ইনিংস ব্যাট করে ৫৪.৭০ গড়ে ৭টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরিতে ২৭৩৫ রান উইলিয়ামসনের।
৫৩ ইনিংসে ৫৪.১০ গড়ে ২৬৫১ রান করেছেন স্মিথ। সেঞ্চুরি ৭টি ও হাফসেঞ্চুরি ১৫টি।