ক্লাবে পুলিশের হানা, গ্রেপ্তার বার্সেলোনার সাবেক সভাপতি
বার্সেলোনা ক্লাবে হঠাৎ হানা দিয়েছে পুলিশ। আজ সোমবার বার্সেলোনার অফিসে তল্লাশি চালায় পুলিশ, এর পরই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ক্লাবের সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে। এ ছাড়া সিইও অস্কার গ্রাউ ও পরিচালক রোমান গোমেজকে গ্রেপ্তার করা হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনাসেরের সংবাদ অনুযায়ী, আজ সোমবার সকালে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন বার্তোমেউ।
‘বার্সাগেট’ স্ক্যান্ডালের কারণে বার্তোমেউয়ের বিরুদ্ধে ক্লাবের আটজন সদস্য সম্মিলিতভাবে পুলিশের কাছে অভিযোগ করেন। বার্তোমেউ সভাপতি থাকাকালীন একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিকে ক্লাবের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে ভুয়া অভিযোগ ছড়ানোর জন্য টাকা দেন বলে অভিযোগ উঠে। তাই মেসি, পেপ গুয়ার্দিওলা, জাভি ও জেরার্ড পিকের বিরুদ্ধে বদনাম ছড়ানো হয়। মেসি সেই সময় ক্লাবের চুক্তিপত্রে সই করতে চান না বলেও সোশ্যাল মিডিয়ায় খবর বের হয়।
২০২০ সালে ‘বার্সাগেট’ স্ক্যান্ডাল সামনে আসার পর বার্তোমেউ স্বীকার করে নিয়েছিলেন যে, সেই কোম্পানির সঙ্গে তিনি চুক্তি করেছিলেন, কিন্তু কোনো ব্যক্তিকে আক্রমণ করতে নয়। মেসি গত বছর এই ঘটনাকে অস্বাভাবিক আখ্যা দিয়েছিলেন। আর পিকে বলেছিলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় যে, ক্লাব টাকা খরচ করে আমাদের বদনাম ছড়িয়েছে।’